বাংলাদেশ
পরীক্ষামূলক প্রচার
01-Jul-2024
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস
সফিউর রহমান
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস

১৪ই ফেব্রুয়ারি মুক্ত বাজারী বিজাতীয় ভ্যালেন্টাইন ডে নয়, স্বৈরাচার প্রতিরোধ দিবস। বাংলাদেশের জনগণের লড়াই-সংগ্রামের গৌরবদীপ্ত ১৪ ফ্রেব্রুয়ারি চাপা পড়ে গেছে ভ্যালেন্টাইন ডে নামক ভালোবাসা বেচা-কেনার আগ্রাসনে।সময়টা ১৯৮৩। ১৪ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে ছাত্র জমায়েত। মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দী মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের দাবিতে ছাত্র জমায়েত। সেটাই পরিণত হল বুট ও বুলেটের দমনে পিষ্ট জনতার এক বিরাট প্রতিরোধে। 

জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ সারাদেশে প্রাণ দিল ১০ জন। সেই থেকে ১৪ ফেব্রুয়ারি হয়ে ওঠে মুক্তিকামী মানুষের প্রতিরোধ চেতনার দিন। দিনটি পালিত হতে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে।

 আমাদের প্রতিটা দিনই বিরক্তি-ঘেন্না এবং ভালোবাসার। প্রতিটি নতুন সূর্য আমাদের জাগিয়ে তোলে, বাঁচতে শেখায়, ভালো বাসতে উদ্দীপ্ত করে। চন্দ্র-তারকারাজির মায়াবী আলো, ঝরে পড়া মেঘ আমাদের দোলায়িত করে। সাত সাগরের ঢেউয়ের দোলায় দোলায়িত হৃদয়ে শিখেছি প্রাণ-প্রকৃতিকে ভালোবাসতে। প্রতিটি বিপন্ন মুখ আমাদের বিষন্ন করে তোলে। প্রতিটি আর্তনাদ আমাদের করে তোলে সচকিত, প্রতিবাদী । 

আমাদের ভালোবাসা আদি, অকৃত্রিম, নিখাদ। আমাদের ভালোবাসা বোধে বেচা-কেনার কোন ধান্ধা নেই। আমাদের ভালোবাসা বিজাতীয় বিশেষ কোন দিনের ধার ধারে না। প্রতি পলকে, প্রতি নিঃশ্বাসে মিশে থাকে আমাদের প্রতিরোধ, প্রতিবাদ, ভালোবাসা।

চকলেট,আইসক্রিম, কোক - পেপসি,ফাস্ট ফুডের দোকানে আমাদের ভালোবাসা বন্দি নয়। আমাদের ভালোবাসা আকাশের চেয়ে বিস্তৃত।কোন রঙ - বেরং - এর প্রতারক গিফটের বিনিময়ে আমাদের ভালোবাসা বিকোয় না। ভালোবাসার জন্য আমরা আমাদের মুখে রঙ লাগাই না। আমাদের ভালোবাসা কৃষকের লাঙ্গলের ফলার মত চকচকে, তীক্ষ্ন। আমাদের ভালোবাসায় আছে শ্রমিকের নোনা ঘামের ঝাঁঝালে গন্ধ। ভালোবাসার জন্য "লিটনের ফ্ল্যাট"- এ আমাদের যেতে হয় না। প্রবাহমান নদী, নিস্তব্ধ পাহাড়, উন্মুক্ত লোকালয়ে আমরা চোখ চোখ রেখে হৃদয়ের ভাব বিনিময় করতে পারি সবার সামনে , সবার অগোচরে। নিত্য নতুন বাহারী ফোন সেট ছাড়াই আমাদের ভালোবাসার কথোপকথন চলতে পারে অকপট, অনন্ত কাল। আমাদের ভালোবাসায় কোন প্যাকেজ নেই। 

বিজাতীয় বিজ্ঞাপন দেখে আমরা ভালোবাসা শিখি না। আমাদের ভালোবাসায় থ্রি - জি নেটওর্যাক লাগে না। আমাদের ভালো বাসার ডিকশনারিতে ব্রেক আপ বলে কোন শব্দ নেই। মেঘ - বৃষ্টি,আলো - ছায়া,অভিমান, অনুযোগ নিয়ে প্রবাহমান আমাদের ভালোবাসা। " তুমি - আমি ", " আমি - তুমি " ছাড়িয়ে সমগ্র জাহানকে আমরা ভালোবাসতে পারি।

আমাদের ভালোবাসার উঠানে ভিন্ন মতের মানুষকে আমরা সসম্মানে জায়গা দিতে পারি । আমাদের ভালোবাসার গল্পে একটি মানবিক রাষ্ট্রের সুতীব্র বাসনা আছে। 

তাই আমরা প্রতিদিন শ্লোগান ধরি " গণতান্ত্রিক রাষ্ট্র চাই " বেলেল্লাপনার ভ্যালেন্টাইন ডে কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের রাজনীতিতে সামিল হোন। ​​

সফিউর রহমান
সফিউর রহমান
লেখক ও রাজনৈতিক কর্মী

সর্বশেষ

নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
কাউয়া বেশি, শিন্নি কম
কাউয়া বেশি, শিন্নি কম
দুপুর মিত্রের উপপাদ্য
দুপুর মিত্রের উপপাদ্য
কাল্পনিক নাটক : ব্যাংকু
কাল্পনিক নাটক : ব্যাংকু
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
তাসনীম খলিলের ভারতপন্থা
তাসনীম খলিলের ভারতপন্থা

জনপ্রিয়

মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
ভালোর বাসায় পুঁজির ডিম
ভালোর বাসায় পুঁজির ডিম
সানজিদা আমীর ইনিসীর কবিতা
সানজিদা আমীর ইনিসীর কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
নীতুর লিপস্টিক
নীতুর লিপস্টিক