বাংলাদেশ
পরীক্ষামূলক প্রচার
01-Jul-2024
মজনু শাহ’র দুটি কবিতা
মজনু শাহ
মজনু শাহ’র দুটি কবিতা

১.

পাথরের ক্ষয়িত মিথুন মূর্তিটি মৃত পাতাদের মধ্যে দাঁড়িয়ে আছে।

পাশে শুয়ে আছে একটা ধূসর রঙের মেম-কুকুর। 

 তুমি এখানে কেন এসেছ — কুবো পাখিদের কেউ হও? 


আজ যত পাতা অন্তিম আশ্রয়ের দিকে ঝরে পড়ে তারা কি
শনাক্ত করতে সক্ষম যেসব প্রশ্নে অর্থ-বিচ্ছুরণ ঘটে?

জানি তুমি সময়-ক্যাপসুলের মধ্যে উঠে পড়তে চেয়েছ,
মৃত্যুমনষ্ক হতে চেয়ে খাপ থেকে নিষ্কাষিত করেছ গভীর তরবারি।

মৃত্যু নয়, বার বার ডুমুর বাগান
আর এক খণ্ড কবিতা জেগে ওঠে।

২ .

ব্যাখ্যা কিছু পাওয়া গেল বটে, সেইসব আবার ব্যাখ্যাতীত রূপকথা। 

পথে পাওয়া গেল কেয়াগাছ, বুবি ট্র্যাপ, অন্তিম প্রশ্নমালা,

বালুচরে জ্যোৎস্নালোকে মেছো-কুমিরের ডিম যেন আশ্চর্য সংকেত,

আরো কিছুদূর গেলে ছোপ ছোপ রক্ত,

এখানে পশুবলি হয়, 

একটি ব্যঙ্গমা বলে মাঝে মাঝে নরবলিও হয়,

ধানক্ষেতের পাশ দিয়ে আঁকাবাঁকা চলে যায় তবু স্ফটিক জলের ধারা,
এখানে তবু ব্যুহ রচনার অবসর।


এই পত্র মর্মরে, চিত্রিত ফণাওয়ালা সাপ অস্তিত্ব হারায়।

তুমি শতচক্ষু তবু আদিম দৃশ্য গ্রহণে কেন এত অপারগ!

আমরা মৃত্যুকে রাঙিয়ে দেই আমরা কেউ কেউ অয়দিপাউস

আমাদের শবযাত্রায় শুধু কয়েকটি বদ্রীপাখি আর রাজহাঁস,
দূরে কোথাও বসন্ত জাগ্রত দ্বারে গেয়ে ওঠে রুমানা জান্নাত

একটি বিষণ্ণ উট তখনো বয়ে নেয় তার কুজে ঐ আধপোড়া চাঁদ—

​​

মজনু শাহ
মজনু শাহ
মজনু শাহ । জন্ম ২৬ মার্চ ১৯৭০।প্রকাশিত গ্রন্থ-- আনকা মেঘের জীবনী (১৯৯৯), লীলাচূর্ণ (২০০৫), মধু ও মশলার বনে (২০০৬), জেব্রামাস্টার (২০১১), ব্রহ্মাণ্ডের গোপন আয়না (২০১৪), আমি এক ড্রপআউট ঘোড়া (২০১৫), বাল্মীকির কুটির (২০১৮) ।

লেখকের আরো লেখা

সর্বশেষ

নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
কাউয়া বেশি, শিন্নি কম
কাউয়া বেশি, শিন্নি কম
দুপুর মিত্রের উপপাদ্য
দুপুর মিত্রের উপপাদ্য
কাল্পনিক নাটক : ব্যাংকু
কাল্পনিক নাটক : ব্যাংকু
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
তাসনীম খলিলের ভারতপন্থা
তাসনীম খলিলের ভারতপন্থা

জনপ্রিয়

মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
ভালোর বাসায় পুঁজির ডিম
ভালোর বাসায় পুঁজির ডিম
সানজিদা আমীর ইনিসীর কবিতা
সানজিদা আমীর ইনিসীর কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
নীতুর লিপস্টিক
নীতুর লিপস্টিক