বাংলাদেশ
পরীক্ষামূলক প্রচার
28-Sep-2024
কারাগার কিংবা ঢাকা মেট্রো, টেলিভিশনে মঞ্চ নাটক
দ্রাবিড় হাসান খান
কারাগার কিংবা ঢাকা মেট্রো, টেলিভিশনে মঞ্চ নাটক

কারাগার আর ঢাকা মেট্রো দেখলাম। মোটামুটি টেলিভিশনে মঞ্চ নাটক আর কি। তবে বাংলাদেশের সব বড় নির্মাতাদের স্বপ্নের প্রজেক্ট কখনোই মঞ্চ অতিক্রম করে না।

তাছাড়া ভালো অভিনেতা খোঁজার তাগিদে তারা মঞ্চ থেকে যাদের ধইরা আনেন তাদের অধিকাংশই অভিনয়ের ক্ষেত্রে মঞ্চের বোঝা বহন করেন মাত্র। তাদের অভিনয়ের ভিতর অভিনয় চলতে থাকে ইনসেপশনের মত, একটু হাস্যকর আর কি।

মানে চরিত্রটা না কইরা চরিত্রে অভিনয় করতে থাকেন আর কি। এইটা মঞ্চের সমস্যা কি-না জানি না, তবে এইটা বাংলাদেশের মঞ্চের সমস্যা বৈকি। 

ওই দিক থেকে যারা মঞ্চ ছাড়া আসছেন তারা অভিনয় কম পারলেও স্ক্রীন প্রেজেন্সে আগায় থাকেন। এই ধরনের স্বপ্নের প্রজেক্টের বিষয়বস্তুর ক্ষেত্রে তাগো প্রথম পছন্দ হইলো মার্ক্সিস্ট আলাপ। 

বাংলার অধিকাংশ বুদ্ধিজীবী যেমন আটকে পড়া বাম, ঠিক তেমনি এই পরিচালক এবং নির্মাতাদের সমাজের ইউটোপিয়ান বোঝাবুঝির দৌড় হইলো সমাজতন্ত্র ধর্মের আলাপ। 

তাছাড়া তাগো দুর্বল ডায়ালগ, নির্মাণ কৌশল দিয়া গ্লোবালাইজেসন, আমেরিকা , পুঁজিবাদের বিরুদ্ধে এক ধরনের গেরিলা যুদ্ধের ভঙ্গিমা তারা করেন। 

ধরেন, এখনকার পুঁজিবাদ যে বাজার অর্থনীতিকে মূলত বাজার অর্থনীতির মত কইরা এক্ট করতে দেয় না সেই সুক্ষ্ম জায়গাগুলা দেখতে পান না। বাজার অর্থনীতির নিজের সারভাইভালের জন্য এক ধরনের ফ্রিডম ম্যাক্সিমেলিজম মুভমেন্ট ঘটতেছে ক্যাপিটালজমের ভেতর থেকে সেটা তারা দেখতে পান না। 

আর একটা বিষয় খেয়াল করলাম অটিটির পুরা সুবিধা তারা কাজে লাগাইতে পারে নাই এখনো, শুধুমাত্র গালির সংযোজন ছাড়া। বাংলাদেশ যে রাজনৈতিক এবং একাডেমিক হেজমোনির মধ্যে বাস করে তাতে আমি নিকট ভবিষ্যতে খুব আশা দেখি না। ​​

দ্রাবিড় হাসান খান
দ্রাবিড় হাসান খান
থাকেন টরোন্টো, কানাডাতে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান নিয়ে। কাজের পাশাপাশি দেশ রাজনীতি নিয়ে ভাবেন ও লিখেন।

সর্বশেষ

নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
কাউয়া বেশি, শিন্নি কম
কাউয়া বেশি, শিন্নি কম
দুপুর মিত্রের উপপাদ্য
দুপুর মিত্রের উপপাদ্য
কাল্পনিক নাটক : ব্যাংকু
কাল্পনিক নাটক : ব্যাংকু
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
তাসনীম খলিলের ভারতপন্থা
তাসনীম খলিলের ভারতপন্থা

জনপ্রিয়

মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
ভালোর বাসায় পুঁজির ডিম
ভালোর বাসায় পুঁজির ডিম
সানজিদা আমীর ইনিসীর কবিতা
সানজিদা আমীর ইনিসীর কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
নীতুর লিপস্টিক
নীতুর লিপস্টিক