বাংলাদেশ
পরীক্ষামূলক প্রচার
28-Sep-2024
নিলামে টুইটারের আসবাব-লোগোর ভাস্কর্য
ডেস্ক রিপোর্ট
নিলামে টুইটারের আসবাব-লোগোর ভাস্কর্য

সদর দপ্তরের শত শত আসবাবপত্র নিলামে তুলেছে টুইটার। এর মধ্যে তাদের জনপ্রিয় পাখির লোগোর এক ভাস্কর্যও রয়েছে।

নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই ওই ভাস্কর্যের দাম উঠেছে ১১ হাজার ডলারের বেশি। পরে এটি সাড়ে ২০ হাজার ডলারে গিয়ে ঠেকেছে।

নিলামে ছয় ফুট উচ্চতার ‘@’ চিহ্নের এক গাছের টবের দাম এরইমধ্যে চার হাজার তিনশ ডলারে পৌঁছে গেছে।

২০২২ সালে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক কোম্পানিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে এই নিলাম চলছে বলে জানায় বিবিসি।

অক্টোবরের শেষ দিকে টুইটার কিনে নেবার পর এর  প্রায় অর্ধেক অর্থাৎ সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাই করেছেন মাস্ক। 

পাশাপাশি বিনামূল্যে খাবার-সহ কর্মীদের বেশ কিছু সুবিধাও বন্ধ করেছেন তিনি।

নভেম্বরে ইলন মাস্ক টুইট করেন,  টুইটারের অনেক বিজ্ঞাপনদাতা চলে যাওয়ায় আয় অনেক কমে গেছে। এতে করে কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

অভিযোগ আছে, স্যান ফ্রান্সিস্কোর সদর দপ্তর’সহ বিভিন্ন দেশে তাদের অফিসের ভাড়া দিতে পারেনি টুইটার।

এর ফলে মালিকপক্ষ টুইটারের বিরুদ্ধে মামলা করছেন বলেও জানায় বিবিসির প্রতিবেদনটি।

নিলাম কোম্পানি হেরিটেজ গ্লোবাল পার্টনার্সের মুখপাত্র নিক ডোভ ফরচুন ম্যাগাজিনকে বলেন, মাস্কের টুইটার কেনার খরচ ওঠানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “কেউ যদি ভেবে থাকেন এই একজোড়া কম্পিউটার আর চেয়ার বেচে এই পাহাড়সম টাকা তোলা যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন।” 


সর্বশেষ

নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
নারীর অধিকার কোন পণ্য নয়, প্রিয় ফ্লোরা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
রাবেয়া বশরীর একগুচ্ছ কবিতা
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
মেয়েটি আমার মাথায় চা ঢেলে দিতে লাগল
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
​একটা খেঁজুর গাছের শাহাদাত ও পয়লা বৈশাখ
কাউয়া বেশি, শিন্নি কম
কাউয়া বেশি, শিন্নি কম
দুপুর মিত্রের উপপাদ্য
দুপুর মিত্রের উপপাদ্য
কাল্পনিক নাটক : ব্যাংকু
কাল্পনিক নাটক : ব্যাংকু
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
​৭ই মার্চের ভাষণ ও তার প্রেক্ষাপট
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
কর্তৃপক্ষের প্রতি আনুগত্য: মিলগ্রামের পরীক্ষা
তাসনীম খলিলের ভারতপন্থা
তাসনীম খলিলের ভারতপন্থা

জনপ্রিয়

মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
মঙ্গার বাইরেও গাইবান্ধার একটা পরিচয় আছে
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
তীব্র তাপে জ্বলছে নিজেই হাওয়া
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করার বাস্তবতা বাংলাদেশের নেই
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
ইডেনে ছাত্রলীগের যৌন রাজনীতি এবং একজন সুলতানা কামাল
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
মঙ্গল শোভাযাত্রা নিয়া প্রশ্ন ওঠা শুরু হইছে
ভালোর বাসায় পুঁজির ডিম
ভালোর বাসায় পুঁজির ডিম
সানজিদা আমীর ইনিসীর কবিতা
সানজিদা আমীর ইনিসীর কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
মজনু শাহ’র দুটি কবিতা
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
বাংলাদেশের বেশির ভাগ দুর্ভাগ্যের জন্য বামেরা দায়ী
নীতুর লিপস্টিক
নীতুর লিপস্টিক