শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
৫ পৌষ ১৪৩২

আপনি পড়ছেন : শিক্ষা

ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি, হল ছাড়ছেন শিক্ষার্থীরা


ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬
ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
ছবি:সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে চার দফা ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পর রবিবার সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছাড়ছেন।

সম্প্রতি দুই দিনের মধ্যে চার দফা ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

ভূমিকম্প আতঙ্কে এই সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানালেও, কেউ কেউ মনে করছেন এটি হল ত্যাগের সমস্যার স্থায়ী সমাধান নয়। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কয়েকজন আবাসিক শিক্ষার্থী নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন।

প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হলেও, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সিন্ডিকেট জরুরি বৈঠকে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রবিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। হলগুলো যাচাই-বাছাই করে পরে পুনরায় খোলা হবে। প্রকৌশলীরা ঝুঁকির সামগ্রিক মূল্যায়নের জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন।’