ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা আবেদনটি বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুুব এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।তিনি বলেছেন বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এক নম্বর আইটেম হিসেবে থাকবে।
এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিকেল ৩ টা ৫০ মিনিটে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।