মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:১৩
ছবি:সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মোহাম্মদপুর থানা পুলিশ বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গৃহকর্মী আয়শাকে গ্রেফতার করা সেই বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরের গ্রামের বাড়ি। হত্যাকাণ্ডের পর সে তার দাদা শ্বশুরের গ্রামের বাড়িতে পালিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়েশা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে আয়েশাকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তাকে চুরির অপবাদ দেয়া হয়েছিল। সেই ক্ষোভে সে মা-মেয়েকে হত্যা করেছে।
পুলিশের সূত্র আরও জানায়, ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেয়ার সময় লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।
মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িংরুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে, এরপর স্কুলড্রেস পরে পালিয়ে যায়।