ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা।উৎসবমুুখর আমেজে হলগুলোর সামনে ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভিপিসহ বিভিন্ন পদপ্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা।শেষদিনের মতো তারা ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং এর মধ্য দিয়ে রাত ১১ টায় শেষ হবে প্রচারণার সময়।আগামীকাল বন্ধ থাকবে নির্বাচনের প্রচার প্রচারণা।মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রায় ৪০০০০ ভোটার ৮ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট দিতে পারবে।
ছাত্রদল তাদের বিভিন্ন পদপ্রার্থীদের নিয়ে শপথ পাঠ আয়োজন করতে যাচ্ছে।দুপুর ১২ টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে দুপুর ১ টায় তারা আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেন।
শিবিরের পদপার্থীদের শেষ দিনের প্রচারণায় লিফল্যাট বিতরণ করতে দেখা যায়।শেষ দিনের প্রস্তুতি নিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কায়েম বলেন,শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর গিয়েছি এবং তাদের আকাঙ্ক্ষার কথা শুনেছি।তিনি আরও বলেন আমাদের যে জোট সে জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে আসে সে স্বপ্ন বিনির্মান হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না।