রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি। গর্তটির পাশে ফায়ার সার্ভিস ৩০ ফিট আরেকটি গর্ত খনন করার পরও শিশুটিকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপপরিচালক মনজিল এ তথ্য জানান।
তিনি বলেন, 'এখন পর্যন্ত গর্তটির পাশে ৩০ ফিট আরেকটি গর্ত খনন করেছে উদ্ধারকারীরা। তবে শিশুটিকে এখনো পাওয়া যায়নি।'
তিনি আরও বলেন, 'ওই গর্তের ৮ থেকে ১০ ফিট দূরে একটি পুকুর আছে। তাই সেখানে সাবধানে খনন করা হচ্ছে, যেন পানি লিকেজ হতে না পারে।'
এর আগে গতকাল রাতে তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রউফ বলেছিলেন, 'ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে একটি এক্সক্যাভেটর গর্তের পাশেই সমান্তরাল আরেকটি পথ খুঁড়ছে এবং দুটি ট্র্যাক্টর মাটি সরাচ্ছে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।'