বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : শিক্ষা

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ


ডেস্ক রিপোর্ট ১২ আগস্ট ২০২৫, দুপুর ১২:০৫
৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি:সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের দুই হাজার ৭৯২ প্রার্থীর ১৪ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়। নির্ধারিত অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে। এ জন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে পূরণ করা বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার আগে প্রার্থীদের অনলাইনে বাংলায় পূরণ করে বিপিএসসি ফরম-৩ জমা দিতে হবে এবং এর দুই কপি পরীক্ষা বোর্ডে দিতে হবে।

পিএসসি জানিয়েছে, ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না, প্রার্থীদের তা অনলাইনে ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে সব কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে হাজির না হলে প্রার্থিতা বাতিল হবে। কোনো প্রার্থীর তারিখ পরিবর্তনের সুযোগ নেই, তবে যৌক্তিক কারণ থাকলে পিএসসি নিজ বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করতে পারে।