বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : শিক্ষা

চবির উপাচার্য-প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


খায়রুন নাহার ২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:০৩
চবির উপাচার্য-প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি:সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষজনক পরিস্থিতি দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধর করেছে তার ভাড়া বাসার দারোয়ান।এমন ঘটনার জের ধরে গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকার ২ নম্বর গেটে জোবরা গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। রাত প্রায় সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষ সরে যায়।

এর জের ধরে রবিবার দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে।দুই দিনের সংঘর্ষে প্রায় ২০০ শিক্ষার্থী আহত হন এবং তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুুলে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার ও প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফের পদত্যাগ দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল।তাঁরা বলেন,শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনের আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

বিক্ষোভে 'আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে','দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ'-এমন স্লোগান দেওয়া হয়।

অন্যদিকে বেলা ১১ টায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি সহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীরা।