ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রয়োগ চলছে।নির্বাচনে ভোট প্রদানের জন্য বৃষ্টি উপেক্ষা করেও লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়।এরই মধ্যে শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ।
উৎসবের আমেজে ভোট দিচ্ছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।দুপুর ১২ টার পর থেকে আকাশ মেঘলা দেখা যায় এবং দুপুুর পৌনে ২ টার দিকে বৃষ্টি শুরু হয়।বৃষ্টির মাঝেও ভোট দিতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান,৬ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে তাই অনেকেরই এটা শেষ ভোট আবার অনেক শিক্ষার্থীর এটা প্রথম বারের মতন ভোট প্রদানের অভিজ্ঞতা।সব মিলিয়ে ভোট প্রদান করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত।