সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : শিক্ষা

জাকসু’র শেষ দিনের প্রচারণা চলছে; করা হচ্ছে প্রার্থীদের ডোপ টেস্ট


খায়রুন নাহার ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১৮
জাকসু’র শেষ দিনের প্রচারণা চলছে; করা হচ্ছে প্রার্থীদের ডোপ টেস্ট
ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা চলছে।সেই সাথে সকাল থেকে প্রার্থীদের ডোপ টেস্টর নমুনা সংগ্রহ করা হচ্ছে।

নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।প্রচারণার পাশাপাশি মেডিকেল সেন্টারে লাইনে দাঁড়িয়ে ডোপ টেস্টের নমুনা দিচ্ছেন তারা।নমুনা সংগ্রহ প্রক্রিয়া দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার কথা থাকলেও এর সময় পরিসীমা আরও বাড়ানো হয়েছে।

শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন জাকসুু নির্বাচনের প্রার্থীরা।বিভিন্ন প্যানেল প্রার্থী ছাড়াও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।নির্বাচনের প্রচারণা চলবে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত।

অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে প্রশাসন।

৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১২০০০।কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫ টি পদে এবার লড়াই করবেন ১৭৯ জন প্রার্থী।