বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : শিক্ষা

১০৫ বছরে ঢাবি, দিনব্যাপী থাকছে যেসব আয়োজন


Desk Report ১ জুলাই ২০২৫, বিকাল ৩:৪৫
১০৫ বছরে ঢাবি, দিনব্যাপী থাকছে যেসব আয়োজন
ছবি:সংগৃহীত

১৯২১ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম।১০৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশসেরা এই বিদ্যাপীঠ। 

ঢাবির এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী সকাল ৯.৪৫ মিনিটে  উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর, সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। 

এসময়, কেক কাটার পাশাপাশি জাতীয় সংগীত ও উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে। 

পরবর্তীতে, সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনাসমূহ এবং গুরুত্বপূর্ণ ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পাশাপাশি, আগামীকালের দিনব্যাপী কর্মসূচি পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।