বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল


ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে তামিম ইকবাল
ছবি:সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ। এতে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। যার আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে এরইমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের যোগ দেয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।