বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : আবহাওয়া

ভাদ্রের তাল পাকা গরমে অতিষ্ঠ দেশবাসী, তবে রয়েছে স্বস্তির বৃষ্টিও


খায়রুন নাহার ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৪৩
ভাদ্রের তাল পাকা গরমে অতিষ্ঠ দেশবাসী, তবে রয়েছে স্বস্তির বৃষ্টিও
ছবি:সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চলতি মাস জুুড়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ সারাদেশে কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাবে। যার তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

ভাদ্র মাসের তীব্র গরমে পুড়ছে দেশ।চামড়া পোড়ানো তীব্র রোদ,গরম ও উত্তপ্ত বাতাসে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।সবচাইতে বিপদে খেটে খাওয়া মানুষেরা।ঘরের ভেতরেও গুমোট অবস্থা, বিদ্যুৎ গেলে গরমে নাজেহাল পরিস্থিতিতে পড়তে হচ্ছে।সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস।

মঙ্গলবার আবহাওয়া অফিস থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে  বলা হয়েছে, আজকের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে।দক্ষিন বা দক্ষিন পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে,এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগরে ২-৩ টি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে।যার মধ্যে একটি মৌসুমী নিম্ন চাপে পরিণত হতে পারে।এছাড়াও চলতি মাসে কোথাও কোথাও ৩-৫ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এমাসে আমাদের দেশের প্রধান নদ নদী সমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।তবে ভারী বৃষ্টিপাতজনিত কারনে দেশের উত্তরাঞ্চল,উত্তর- পূর্বাঞ্চল এবং দক্ষিন-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

প্রসঙ্গত,এ বছরের আগষ্ট মাসে তাপপ্রবাহ কম ছিল এবং সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি(+১.২%) বৃষ্টিপাত হয়েছিল।