চট্টগ্রাম নগরের চান্দগাঁও বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরী কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে তার এক আত্নীয়ের বাসায় যাচ্ছিলেন। এ ঘটনায় বাসের চালক মো: লোকমান ও বাসের চালক মো: হানিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৪ বছর। মঙ্গলবার সন্ধ্যায় বাসটি চট্টগ্রাম পৌঁছায়। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে ওই বাস থেকে নামতে দেয়নি। তারপর সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল কালুরঘাটগামী রাস্তার ওপর বাসে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।
চান্দগাও
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন
বলেন, বুধবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগীকে
কাপ্তাই রাস্তার মাথায় নামিয়ে দেয়। টহল পুলিশের
একটি গাড়ি কিশোরীটিকে দাঁড়িয়ে
থাকার কারণ জিজ্ঞেস করলে
করলে সে ঘটনা খুলে
বলে। এরপর বুধবার সারাদিন
অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান ও হানিফকে গ্রেপ্তার করা হয়। বাস চালক লোকমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো: শামসুল ইসলামের ছেলে এবং মো: হানিফ লোহাগাড়া উপজেলার মাতব্বর বাড়ির হাফেজ আহম্মেদের ছেলে।এছাড়া
অভিযুক্ত সুপারভাইজার মোবারক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর
মা বাদী হয়ে চান্দগাঁও
থানায় মামলা দায়ের করেছেন।