বাংলাদেশের মহেশখালী ও মাতারবাড়িকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুুরি। বুধবার রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ জানান। তিনি বলেন এই কমার্শিয়াল হাবে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
আশিক চৌধুরি বলেন, ৩০ বছর পরে আমরা মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতন করে দেখতে চাই।তবে এটা কোনো নৌযানের শহর না,এটা স্যাটেলাইটের শহর না।এটা হবে সংস্কারকৃত নতুন ধরনের একটি শহর।
মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ(মিডা)ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর জমিতে তিনটি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে।আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শেষ হবে।
এ প্রকল্পের প্রথম পাঁচ বছর সময়ে ফাউন্ডেশন ও সড়কের কাজ করা হবে,এরপর পরিবেশ উন্নয়ন ও বন্দর উন্নয়নের কাজগুলো শেষ করা হবে।এর সাথে শিল্প কারখানা তৈরি করা হবে। এর পর শেষ দশ বছরে পর্যটনের চিন্তা করতে পারি।ডিপ সী পোর্ট সিটি, বিদ্যুৎ ও জ্বালানি,এবং সামুদ্রিক মাছ ধরার কেন্দ্রকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা মিডার।
এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রথম ধাপে প্রায় দেড় লাখ এবং পরবর্তী চূড়ান্ত সময়ের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরি।
আশিক চৌধুরি আরও বলেন মাতারবাড়ি মহেশখালী বাণিজ্যিক হাব হলে দেশের অর্থনীতির জিডিপিতে প্রায় দেড়শ বিলিয়ন ডলার যুক্ত হবে ।এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।সবার সম্মেলিত প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি দেশের জন্য বড় সাফল্য বয়ে আনবে।