দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ম্যান ইন গ্রিনরা খেলবে কি না তা নিয়ে আছে নানা রকম শঙ্কা। এরই মধ্যে আবার ম্যাচটি পেছানোও হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হবে।
এশিয়া কাপ গ্রুপ ‘এ’–এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)। এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নটায়।