বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : খেলা

নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ


খায়রুন নাহার বীথি ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭
নেপালের জালে এক হালি গোল দিয়ে জিতল বাংলাদেশ
ছবি:সংগৃহীত

নারীদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। ৩-০ গোলের সেই জয়ের পর  আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের দল। নেপালের বিপক্ষে এ ম্যাচেও দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে গুণে গুণে এক হালি গোল দিয়েছেন সৌরভী আকন্দরা, ফলে এক গোল হজম করলেও ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ শুরুটা করেছিল জয় দিয়েই। তবে দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল লাল সবুজের দল। তৃতীয় ম্যাচে নেপালকে হারিয়ে জয়ে ফেরার পর আজ আবারও একই প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নেমেছিল বাংলাদেশ। 

থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে নেপালের বিপক্ষে আজকের ম্যাচে প্রথমে গোলের দেখা পায় বাংলাদেশই। প্রথমার্ধের ৩৯ মিনিটে থুনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির খানিক আগে সৌরভী আকন্দ প্রীতি। বাড়ান ব্যবধান। ৪৩ মিনিটে গোল করে স্কোরলাইন ২-০ করেন তিনি। 

তবে বিরতির আগেই এক গোল করে সমতায় ফেরার আভাস দেয় নেপাল। তবে দ্বিতীয়ার্ধে আর তা হয়নি। উল্টো বাংলাদেশ পায় আরও দুই গোলের দেখা। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো প্রীতি পা দিয়ে ঠোকা মেরে বল জালে জড়ান। ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

এই জয়ের ফলে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৯। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে কমপক্ষে তিন গোলের ব্যবধানে হারাতে হবে।