এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা টিম। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত সাড়ে ৮টায়, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে, তাই ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই।
ভারতের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে পাকিস্তান। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছে তাদের জন্য অবশ্য জিততেই হবে লড়াই। তবে হারলে সরাসরি বাদ পড়ে যাবে না তারা, তবে তখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।