আগামী মাসেই মাঠে গড়াবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গত কয়েক দিন ধরে চলছে টাইগারদের ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। এছাড়া পাওয়ার হিটিংয়ের কোচ জুলিয়ান উডের সঙ্গে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
টুর্নামেন্টের আগে এমন কঠোর অনুশীলন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপে এর আগে দুইবারই ফাইনালে খেলেছে টাইগাররা। ২০১২ সালে ওয়ানডে সংস্করণের আসরে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে ফাইনাল খেলেছে লাল-সবুজের দল।
সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ। সেবার শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ থেকেই বিদায় নেয় বাংলাদেশ। তবে এবার টাইগারদের লক্ষ্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া।
সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, “এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ড্রেসিং রুমেও সবাই এটা বিশ্বাস করে। বিশেষ করে আমাদের দলে এখন যে আবহ, সবাই যেমন চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে।”
আর জয়ের লক্ষ্যে বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে সবশেষ দুইটি টি-টোয়েন্টি সিরিজে সাফল্য। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয়ের আগে শ্রীলঙ্কায়ও সিরিজ জিতেছে টাইগাররা। জাকের আলী বলেন, “গত দুটি সিরিজ জয় অবশ্যই আমাদেরকে অনেক সহায়তা করবে সামনের ম্যাচগুলোর জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে, এশিয়া কাপে আমরা এগুলো ধরে রাখার চেষ্টা করব।”