বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : খেলা

এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা


ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:০০
এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা
ছবি:সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ার নারী ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বড় অর্জন। ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহর—সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে ১২ দলের এই টুর্নামেন্ট। 

আসর শুরুর আগে, আগামী ২৯ জুলাই সিডনির ঐতিহাসিক হারবার এলাকায় হবে প্রতীক্ষিত ড্র অনুষ্ঠান। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফিফার সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী দলগুলোকে চারটি পটে ভাগ করেছে, যেখানে প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। বাংলাদেশ রয়েছে পট ৪-এ, ভারতের (৭০) ও ইরানের (৬৮) সঙ্গে। বাংলাদেশের র‍্যাংকিং ১২৮।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপে পটভিত্তিক চারটি দল থাকবে। তিনটি গ্রুপে ভাগ হওয়া দলগুলোর মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ও সেরা দুই তৃতীয় স্থানের দল যাবে কোয়ার্টার ফাইনালে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে পট ৩-এর দলের বিপক্ষে ম্যাচ। কারণ এই দলগুলোর র‍্যাংকিং তুলনামূলকভাবে বাংলাদেশের কাছাকাছি। এর আগে বাংলাদেশ বাছাইপর্বে ৫৫তম র‍্যাংকিংধারী মিয়ানমারকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।

পট ২ থেকে ভিয়েতনাম (৩৭) বাংলাদেশ জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ হতে পারে, যেখানে চীন (১৭) বা দক্ষিণ কোরিয়ার (২১) মতো দলকে মোকাবিলা করা কঠিন হবে। আর পট ১-এর জাপান ও উত্তর কোরিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে জয় পাওয়া হবে বড় চ্যালেঞ্জ।

তবে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে পারে একটি ব্যাপার—কিছু বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মেয়েরা দারুণ লড়াই করেছিল।

পট ভাগ:
পট ১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭), উত্তর কোরিয়া (৯)
পট ২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩: ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪: ইরান (৬৮), ভারত (৭০), বাংলাদেশ (১২৮)