বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : খেলা

প্রথমার্ধে নেপালের জালে ২ গোল বাংলাদেশের


ডেস্ক রিপোর্ট ১৩ জুলাই ২০২৫, রাত ৮:৩২
প্রথমার্ধে নেপালের জালে ২ গোল বাংলাদেশের
ছবি:সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় লাল-সবুজের মেয়েরা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ফেলে দলটি। মুনকি আক্তারের পাসে ডানপ্রান্ত দিয়ে শিখা এবং সাগরিকা মিলে তৈরি করেন গোলের সম্ভাবনা, যদিও তখন বল জালে জড়ানো যায়নি।


তবে ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বল নিয়ে এগিয়ে যান সাগরিকা, প্রতিপক্ষের রক্ষণভাগকে কাটিয়ে দিয়ে পাস বাড়ান মুনকি আক্তারের দিকে। তার শট নেপালের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন সিনহা জাহান শিখা।

এরপর নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে হেডে গোলের চেষ্টা করে তারা, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী সেই সুযোগ হাতছাড়া হতে দেননি।

মিনিট কয়েক পর আবারো নেপালের আক্রমণ ঠেকান স্বর্ণা। এরপর আবারও খেলায় ফিরেছে বাংলাদেশ। ৩৬ মিনিটে মুনকির পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান শান্তি মারডি। তার লম্বা ক্রসে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না শিখা। শেষ পর্যন্ত বল পেয়ে জালে পাঠান সাগরিকা, বাড়িয়ে দেন দলের লিড ২-০।

প্রথমার্ধের বাকি সময়টাতে উভয় দল চেষ্টা করেছে আরও গোলের, কিন্তু সফল হয়নি কেউই। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।