বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : খেলা

প্রথমার্ধেই ৫ গোলের চমকে এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল


Desk Report ২৯ জুন ২০২৫, রাত ৮:৫০
প্রথমার্ধেই ৫ গোলের চমকে এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল
ছবি:সংগৃহীত

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত ম্যাচে বাহরাইন নারী দলের বিপক্ষে প্রথমার্ধেই ৫-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের মেয়েরা।

খেলা এখনও চলমান থাকলেও প্রথমার্ধেই বাংলাদেশের মেয়েরা মাঠে আধিপত্য দেখিয়ে একের পর এক গোল করে বাহরাইন রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে।


প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরুর অপেক্ষায় রয়েছে দুই দল। বাংলাদেশের পাঁচটি গোলই আসে পরিকল্পিত আক্রমণ, দ্রুত পাস এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে।

এই ম্যাচের মাধ্যমে নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্সে দলের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ম্যাচ এখনো চলমান। দ্বিতীয়ার্ধে ফলাফল আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খেলার শেষ পর্যন্ত নজর থাকবে বাংলাদেশের রক্ষণভাগ এবং আরও গোলের সম্ভাবনায়।