হামাসকে গাজার শাসনক্ষমতা ছাড়ার আহ্বান সৌদি কাতারসহ ১৭ দেশের
ডেস্ক রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:৫৭
গাজায় অস্ত্র হাতে হামাস সদস্যরা। ছবি: রয়টার্স
ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ এবং শাসনক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে কাতার,সৌদি আরব, মিসরসহ ১৭টি দেশ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিকে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘গাজা যুদ্ধের অবসান এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থে হামাসকে অবশ্যই তাদের শাসনের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্ব সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে ১৭ দেশের যৌথ ওই বিবৃতিতে। এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে ৭ অক্টোবরের হামলা নিয়ে কোনো নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়নি।
১৭ দেশের বিবৃতি প্রকাশের পর একে ‘ঐতিহাসিক’ এবং ‘অভূতপূর্ব’ বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারট।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিবৃতি ঐতিহাসিক এবং অভূতপূর্ব। এই প্রথম আরব বিশ্বের দেশগুলো হামাসকে নিন্দা জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছে। এমনকি ফিলিস্তিনের প্রশাসন থেকে হামাসকে বিদায় নিতে বলেছে এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে।’
গত সোমবার এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক এগিয়ে’।
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তাঁর দেশ।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাজ্যও। গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।