সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : বিশ্ব

নেপালে তিন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ


খায়রুন নাহার ১৫ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৭
নেপালে তিন নতুন মন্ত্রীর শপথ গ্রহণ
শপথ নিচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন তিন মন্ত্রী। ছবি:সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার নেপালের বিক্ষোভ ও সহিংসতার জেড়ে প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করেন।এরপর শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকি কে নিয়োগ দেয়া হয়।দায়িত্ব নেওয়ার পর সুশীলা কারকি বলেছেন, ছয় মাসের বেশী তিনি থাকবেন না,আগামী বছরের ৫ র্মাচ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারের হাতে তিনি ক্ষমতা তুলে দিবেন।

তিনি প্রথমবারের মতো তাঁর মন্ত্রী সভার তিন সদস্যের নাম ঘোষণা করেছেন।

সোমবার কাঠমান্ডুর সীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল নতুন তিন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন,সাবেক অর্থসচিব ও অর্থনীতিবিদ রমেশ্বর খানাল।স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আইনজীবী ওম প্রকাশ আর্যাল।পাশাপাশি তিনি আইন ও বিচার সংসদ বিয়য়ক মন্ত্রণালয়েরও দায়িত্বপালন করবেন।

জ্বালানি,অবকাঠামো,পরিবহণ ও নগর উন্নয়নের দায়িত্ব পালনে শপথ গ্রহণ করেছেন নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক পরিচালক কুলমান ঘিসিং।