বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : বিশ্ব

গাজায় ইসরায়েলি আগ্রাসন ‘নিষ্ঠুরতম পর্যায়ে’ পৌঁছে গেছে: জাতিসংঘ মহাসচিব


admin ২৪ মে ২০২৫, সকাল ১১:৪৩
 গাজায় ইসরায়েলি আগ্রাসন ‘নিষ্ঠুরতম পর্যায়ে’ পৌঁছে গেছে: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ছবি:সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসন ‘নিষ্ঠুরতম পর্যায়ে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। দীর্ঘ ইসরায়েলি অবরোধ আংশিকভাবে শিথিল করার পর এক ডজনেরও বেশি ত্রাণবাহী ট্রাক লুট করা হয়েছে। 

জাতিসংঘ মহাসচিব বলেছেন, প্রয়োজনের তুলনায় উপত্যকাটিতে খুবই সামান্য ত্রাণ পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। এ সময় তিনি গাজায় দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত সহায়তা পাঠাতে ইসরায়েলকে অনুমতি দেওয়ার আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়, উপত্যকাটিতে পৌঁছানো সহায়তার পরিমাণ অতি নগণ্য হলেও, উত্তরাঞ্চলের ফিলিস্তিনিরা এখনও কোনো ত্রাণ পায়নি। আর বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, দক্ষিণ গাজা থেকে শুক্রবার রাতে ১৫ ট্রাক ত্রাণ লুট হয়েছে। এছাড়া, চলমান যুদ্ধে উপত্যকাটির ৯৪ শতাংশ হাসপাতালই ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, গাজাজুড়ে ইসরায়েলি আগ্রাসনে নতুন করে নিহত হয়েছে অন্তত ৭৬ ফিলিস্তিনি।