জুলাই সনদ বাস্তবায়ন এবং সে অনুযায়ী নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ জন্ম নেবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সরকার চাপের মুখে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তাবায়ন না হলে দেশ একটি মহাদুর্যোগের দিকে যেতে পারে।’
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দাবি করেছি, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এখন একটি দল প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছে, এই সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার কী প্রয়োজন, পরের সরকার আসবে, সেই সরকার সংস্কার করবে। যত আইন সংস্কার করেন, আমরা ক্ষমতায় গেলে তা মুছে দেব। তারা এখনই যদি এসব বলতে পারে, তবে তাদের ইচ্ছার মধ্যে দুরভিসন্ধি আছে।’
তিনি বলেন, ‘তারা আমাদেরকে বলছে, আলোচনার টেবিল ছেড়ে আবার মাঠে কর্মসূচি কেন। আমরা বলি, এই সরকার চাপের মুখে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তাবায়ন না হলে দেশ একটি মহাদুর্যোগের দিকে যেতে পারে।’
গোলাপ পরওয়ার আরও বলেন, ‘বাংলার মানুষ আর ফ্যাসিবাদ মেনে নেবে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন। সাংবিধানিক অর্ডার জারি করুন। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি অকার্যকর করুন।’
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন,সার্ভেতে দেখা গেছে ৭০% লোক পিআরের পক্ষে তাছাড়া ৩১ টি রাজনৈতিক দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে।আমরা বলছি জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে।পিআরের মাধ্যমে নির্বাচন হলে কালোটাকা মুক্ত,পেশীশক্তি মুক্ত সুষ্ঠু সরকার গঠন হবে তাহলে আর কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।