সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

জনগণ চাইলে পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য করা হবে: ফয়জুল করিম


১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪০
জনগণ চাইলে পিআর সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য করা হবে: ফয়জুল করিম
ছবি:সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার  জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণের গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।মিছিলের নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে ফয়জুল করীম বলেছেন,

জনগণ যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না চায় তাহলে আমরা এই দাবি করবো না।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন জনগণের মতামত নেয়ার জন্য গণভোটের আয়োজন করতে।যদি জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

যদি উপরের ইঙ্গিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে বাধ্য করবে পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য।

তিনি আরও বলেন,  জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং সংস্কার করতে হবে।এসব রেখে শুধু নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করলে মনে হবে অন্তর্বর্তী সরকার কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, তাহলে নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন।

আন্দোলনের কোনো প্রয়োজন নেই,আন্দোলনের আগেই সরকার এই দাবি গ্রহণ করবে বলে মনে করেন ফয়জুল করীম।

পিআর সিস্টেম নির্বাচনে বিএনপির আপত্তি নিয়ে তিনি বলেছেন, পিআর সিস্টেম নির্বাচনে বিএনপির আপত্তি থাকারই কথা না। কারণ তাদের একজন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে ৯০ শতাংশ ভোট তাদের। যদি ৯০ শতাংশ ভোট তাদের হয়, তাহলে তারা আসন পাবে ২৭০-এর ওপরে। তাতে এককভাবে সরকার গঠন করতে পারবে।এতে সমস্যা কোথায়? বরং ঝামেলামুক্ত সরকার গঠন করতে পারবে।

পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো বিএনপি বক্তব্য দিয়েছে তারা জাতীয় সংসদ গঠন করবে। জাতীয় সরকারটা হবে  কীভাবে? সম্মিলিতভাবে যে সরকার হয়, সেই সরকারটাই তো জাতীয় সরকার হয়, না একক সরকারকে জাতীয় সরকার বলা হয়? যেহেতু সবাই মিলে গঠিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতেই তো সব দল, মত,আদর্শের মানুষগুলো সংসদে যাবে। কাজেই বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেম নির্বাচনের প্রয়োজন।