শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
৫ পৌষ ১৪৩২

আপনি পড়ছেন : ঢাকা

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়


ডেস্ক রিপোর্ট ১০ নভেম্বর ২০২৫, বিকাল ৩:১২
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
ছবি:সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৬৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, স্কোর ৫৭৭, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩১৩, চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০৩, পঞ্চম স্থানে রয়েছে বসনিয়ার সারাজেভো, স্কোর ১৮১।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি রয়েছে।