রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ছয়তলায় ছাদের এক পাশ দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবন থেকে লোকজন নেমে আসে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িটিতে আগুন লাগে। ছয়তলা ভবনটির এক পাশে আগুন জ্বলছে। উৎসুক মানুষদের বাড়িটির সামনে ভিড় করতে দেখা যায়।
এদিকে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসে। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।
প্রাথমিকভাবে কোথা থেকে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।