রবিবার, নভেম্বর ২, ২০২৫
১৮ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : ঢাকা

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না


স্টাফ রিপোর্টার ২৮ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি:সংগৃহীত

গ্যাসের পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৪ এলাকার শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস’র গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

সোমবার (২৮ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।আগামী মঙ্গলবার দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।