সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : সাহিত্য

আসফাক হোসেনের কবিতা "মেঘলা মাগরিব''


সাহিত্য ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩৪
আসফাক হোসেনের কবিতা
ছবি:সংগৃহীত


মেঘলা মাগরিব

মুহাম্মদ আসফাক হোসেন


কে ছড়ালো কালো কেশ আকাশে

কে তুলল ধূসর সুর ভেজা বাতাসে,

কার্জনের নির্জনতা পেয়ে বসেছে 

আজ বহু অপেক্ষার পর সে এসেছে।

থমথমে লাগছে চারিপাশ

সামনের পুকুরের জল স্থির,

চেয়ে তাকিয়ে আকাশে 

হয়ে আছে তারা ধীর।

মুচকি হেসে আমিও দেখি

ধূসর রঙের পাল তোলা নৌকো,

আজ আমি লেখা সে

এই মেঘলা সন্ধ্যায় কেউ নেইতো।

শুনি দূর থেকে আযানধ্বনি 

বেজায় বিষন্নতা লাগে হঠাৎ,

দিনের মৃত্যু বাজে চৌদিকে 

আড়ালে শ্রাবণী নিশির প্রকাশ।