তরুণ কবি মুহাম্মদ আসফাক হোসেনের লেখা কবিতা "মানবী"
সাহিত্য ডেস্ক
১২ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৬
মুহাম্মদ আসফাক হোসেন ছবি:সংগৃহীত
মানবী
কাব্য তোমার চোখেরই জন্ম
শুধু নামগুলো তাদের ভিন্ন ভিন্ন।
এই পৃথিবীটা এখন তোমারই তো
বেছে নিতে পারো জীবন নিজের মতো।
তুমি চাইলেই শিহরণ জাগাতে পারো
তুমুল জৈবিক উত্তেজনার,
তুমি চাইলেই শিহরণ জাগাতে পারো
সারা সমাজকে তোমার সামনে নত হওয়ার।
তুমি নদী নও আর এখন,
তুমি মহাসাগরের সমান আজ।
তুমি চাইলে হতে পারো ময়ূরী
চাইলেই তুমি একাগ্রী দুরন্ত বাজ।
তুমি চাইলেই মোড় ঘুরাতে পারো
মনুষ্য জাতির শরীর থেকে ফের প্রাণে,
তুমি গড়তে পারো ভাঙতে পারো
চাইলে মিশে যেতে পারো দরদভরা গানে।
তুমি আড়ালে থেকে হতে পারো
নিগুঢ় আকর্ষণের মর্মগাঁথা
তুমি ভাঙতে পারো দুর্গ
গড়তে পারো নির্লজ্জ প্রথা।
হতে পারো তুমি রাধুনী
মাতৃসত্তার অধিকারিণী হতে পারো,
তুমি চাইলে ছুড়ে দিতে পারো সংসার।
তুমি চাইলেই লাস্যময়ীতার মূর্তি
হতে পারো পবিত্র হাসি সেজদার, পূজার।
হতে পারো আগুন আলো
অগ্নিকুন্ড ভীষণ জ্বালাময়ী,
তুমি এনে দিতে পারো জগৎ সুস্থতা
তুমি রোগ, তুমিই নিরাময়ী।
তুমি কলংক হতে পারো চাইলেই
হতে পারো বিনীতা কাজল,
চাইলেই হতে পারো ঝড় ঝঞ্জা
হতে পারো গম্ভীর অভিমানী বাদল।
তুমি ছিঁড়ে দিতে পারো মায়াবন্ধন
হতে পারো তুমি মায়াহীন হাসি,
শুধু চুলের শেকলেই বাঁধতে পারো
বেঁধে বানাতে পারো সভ্যতাকে দাসী।