বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : বিনোদন

শহরের বারান্দায় অর্কিড: সৌন্দর্যের অনন্য ছোঁয়া


খায়রুন নাহার বীথি ১২ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫২
শহরের বারান্দায় অর্কিড: সৌন্দর্যের অনন্য ছোঁয়া
ছবি:সংগৃহীত

কোলাহলময় শহুরে জীবনে সবুজের ছোঁয়া যেন এক ধরনের বিলাসিতা। কিন্তু ছোট্ট একটি বারান্দাও হতে পারে আপনার ব্যক্তিগত বাগান—যেখানে রঙিন ফুলের সৌন্দর্যে মিলবে মন ভরানো প্রশান্তি। সেই সৌন্দর্যের সেরা নাম হতে পারে অর্কিড।

অর্কিড শুধু ফুল নয়, এটি আভিজাত্য, ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক। নানা রঙ ও আকৃতির এই ফুল বারান্দাকে দেয় এক রাজকীয় আবহ।পৃথিবীতে প্রায় ৩০,০০০ এর বেশি প্রজাতির অর্কিড আছে। এক একটির রঙ, আকৃতি, ঘ্রাণ, ওষুধি গুণাগুণ ও স্থায়িত্বকাল এক এক রকম। কোনোটায় ফুল ফোটে আবার কোনোটায় ফুল ফোটে না।সাধারণত অর্কিড দুই ধরনের—

  • এপিফাইটিক: গাছের ডাল বা অন্য কোনো ভরসায় জন্মায়।

  • টেরেস্ট্রিয়াল: মাটিতে জন্মায়।

এপিফাইটিক অর্কিড গাছের ডালে বা অন্য কোনো কিছুর উপর জন্মায়, আর টেরেস্ট্রিয়াল অর্কিড মাটিতে জন্মায়।অর্কিড ফুল জন্মানোর জন্য মাটির প্রয়োজন হয় না; তাই ইনডোর প্লান্ট হিসাবে আপনি ঘরেই এই ফুল রাখতে পারেন।
আপনার বারান্দার জন্য অর্কিড বাছার সময় কিছু বিষয় মনে রাখতে পারেন যেমন আপনার বারান্দার স্থান। বারান্দার স্থান অনুযায়ী অর্কিডের আকার ও প্রজাতি নির্বাচন করুন।
টেরেস্ট্রিয়াল অর্কিড টব বা ঝোলানো ঝুড়ি, বাস্কেট ইত্যাদিতে চাষ করা যায়।খেয়াল রাখুন টব বা ঝুড়ি যেনো ৬ ইঞ্চি গভীর হয় এবং অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার জন্য ছিদ্র থাকে।টবে মিডিয়া দেয়ার আগে ভালো করে গরম পানি গিয়ে ধুয়ে নিন।এবার টবের নিচে কাঠের ছোট ছোট টুকরা আর কয়লা রেখে নিন।তারপর ছোট ছোট নুড়ি,সুরকি, ঝামার টুকরা অথবা ইঠের খোয়া দিন।এর উপরে নারকেলের ছোবড়ার একটি স্তর দিন পাতলা করে।

অর্কিড সাধারণত উজ্জ্বল আলো পছন্দ করে, তবে সরাসরি সূর্যের আলোতে ক্ষতি হতে পারে। অর্কিডে পরিমিত জল প্রয়োজন, টবের মিডিয়া শুকিয়ে গেলে জল দেওয়া উচিত। অর্কিডের জন্য সঠিক সার ব্যবহার করুন,যা গাছের বৃদ্ধি এবং ফুল ফোটাতে সাহায্য করবে।আজকাল অনলাইনে বা পার্শ্ববর্তী নার্সারিতে গেলে দেখা মেলে নানান রকম ইন্ডোর প্ল্যান্ট। ইন্ডোর প্ল্যান্টের জন্য বিশেষ ভিটামিন ও রয়েছে,যাকে আমরা অসমোকট নামে চিনে থাকি।এধরণের ভিটামিন গুলো সঠিক সময়ে গাছে ব্যবহার করলে গাছের গ্রোথ ও হেল্থ ভালো থাকে।
পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ করুন । অর্কিড সাধারণত ভালোবাসা, আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন রঙের অর্কিড আপনার বারান্দাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এছাড়া, অর্কিড চাষ করে আপনি বারান্দার সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মানসিক শান্তিও পেতে পারেন।
শুরুর দিকে শখের বসে সংগ্রহ করলেও এখন অনেকে বাণিজ্যিকভাবে শুরু করেছেন অর্কিড চাষ।আমাদের দেশের পাহাড়ে নানা রকম অর্কিড রয়েছে।এর মধ্যে বান্দরবানে রয়েছে ক্রাইটোক্সাম, ডেন ফার্মেরি, ডেন এগ্রাগেটাম, ডেন ক্রিপিডেটাম, পিয়ারেড্ডি, ডেন প্রিমুলিনাম ও বাল্বোফাইলামসহ প্রায় ৪৯ প্রজাতির অর্কিড ।