বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : বিনোদন

নজরুল জয়ন্তীতে ৩ দিনব্যাপী আয়োজন


Desk Report ২৪ মে ২০২৫, দুপুর ১:৩৫
নজরুল জয়ন্তীতে ৩ দিনব্যাপী আয়োজন
ছবি:সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার থেকে শুরু হতে চলেছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী  ২৫, ২৬ ও ২৭ মে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

আগামী ২৫ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
 
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী এবং কবিপৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান খিলখিল কাজী।

এতে স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রবিবার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে।

এদিন সকালে জাতীয় কবির সমাধিতে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

পরে বিকাল ৪ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

নন্দনের ‘বাঁশরী ও তূর্য’ অথবা নজরুলের সাহিত্য-চিন্তার কয়েক দিক শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন টাঙাইলের সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ।

আলোচক থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণার’ পরিচালক আফজালুল বাসার। সভা প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এছাড়া সাংস্কৃতিক পর্বে রয়েছে নূর হোসেন রানার নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’।

কবিতা আবৃত্তি শোনাবেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।