বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : বিনোদন

এল লিসার প্রথম একক অ্যালবাম

এল লিসার প্রথম একক অ্যালবাম


৬ মার্চ ২০২৫, রাত ১২:০০
এল লিসার প্রথম একক অ্যালবাম

অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবাম প্রকাশ করলেন ব্ল্যাকপিংক তারকা লিসা। আজ শুক্রবারঅলটার ইগোনিয়ে শ্রোতাদের সামনে এলেন এই কেপপ তারকা। খবর ইয়োনহ্যাপের

সনি মিউজিক এন্টারটেইনমেন্ট কোরিয়ার বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, অ্যালবামেথান্ডার’, ‘লাইফস্টাইল’, ‘চিল’, ‘ড্রিমসহ মোট ১৫টি গান রয়েছে। অ্যালবামে পাঁচটি চরিত্রে নিজেকে মেলে ধরেছেন লিসা। চরিত্রগুলো হলোরক্সি, সুন্নি, কিকি, ভিক্সি স্পিডি।

এর আগের অ্যালবামের গানবর্ন এগেইনপ্রকাশ করে আলোচনার ঝড় তুলেছেন লিসা। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন মার্কিন ্যাপার দোজা ক্যাট ব্রিটিশ সংগীতশিল্পী রে। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকার ৬৯তম অবস্থানে রয়েছে।

এই অ্যালবামে বেশ কয়েকজন বিশ্বতারকার সঙ্গে গান করেছেন লিসা। এর মধ্যে মার্কিন ্যাপার মেগান থি স্টেলিয়ন, টাইলাসহ আরও অনেকে রয়েছেন।অস্কারে গাইবেন লিসা। সঙ্গে দোজা ক্যাট রে থাকবেন।১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা।

২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে যোগ দেন। ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন।আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপসবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।

[
[