বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : অর্থনীতি

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন


Desk Report ২২ জুন ২০২৫, বিকাল ৫:০৭
উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
ছবি:সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এবারের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করা হয়েছে।


রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাজেট অনুমোদনের পর এটি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হবে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বাজেট কার্যকরের লক্ষ্যে আজই দুইটি অধ্যাদেশ জারি হতে পারে—একটি বরাদ্দ সংক্রান্ত এবং অপরটি শুল্ক ও কর সংক্রান্ত।

চলতি বছরের জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংসদের বাইরে এবারের বাজেট পেশ করা হয়।২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাজেট উপস্থাপন করেন। একই সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও এটি সম্প্রচারিত হয়।

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটটি জনমতের ভিত্তিতে পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়, যা চলেছিল ১৯ জুন পর্যন্ত। নাগরিকদের পাঠানো মতামত ও সুপারিশের আলোকে কিছু সংশোধন করে বাজেটের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়।