বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানিয়েছেন, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় 'শেন-ইয়ারে' পরিণত হয়ে বুধবার সন্ধ্যা ৬ টায় একই এলাকায় অবস্থান করছিল।এটি র্পূব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে সকাল ৬ টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%।আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যা ৬ টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯% এবং ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কি.মি।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থানে জানানো হয়েছে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।