সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : আবহাওয়া

ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনে


খায়রুন নাহার ৩০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১৭
 ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনে
ছবি:সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি ফিরেছে নগরবাসীর জীবনে। কয়েকদিনের টানা গরমের অস্বস্তি কাটিয়ে বৃষ্টি এনে দিয়েছে প্রশান্তি। 

মঙ্গলবার দুপুরের পরই রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নেমে আসে। এতে দিনের তীব্র গরম ও ভ্যাপসা ভাব থেকে মুক্তি মিলল। 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ স্বন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকার বৃষ্টিপাতের পরিমাণ ৬৮ মি.মি.।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ,বিহার,ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।এর ফলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে ্এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  জানান, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয় বৃষ্টির প্রবণতা কমতে পারে।