সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : আবহাওয়া

পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস


খায়রুন নাহার ১৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:৩৮
পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
ছবি:সংগৃহীত

আগামী পাঁচদিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অফিসের ওয়েবসাইট থেকে জানা গেছে আগামী পাঁচদিনের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না।

আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। দুপুুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত  রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়।ঢাকা বিভাগের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রী সেলসিয়াস।ঢাকায় আজকের বাতাসের গতি ছিল দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি।এছাড়াও সন্ধ্যায় ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪%।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এভাবে আগামী ৫ দিনে আবহাওয়া পরিস্থিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না আসার বার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।