বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
২ মাঘ ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

হাদির জানাজায় অংশ নিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২১
হাদির জানাজায় অংশ নিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ছবি:সংগৃহীত

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার দুপুর ২টার দিকে তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছান। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন লাখো মানুষ। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।


রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন মানুষ। যে যেভাবে পেরেছেন, সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করছেন সবাই। সাধারণ মানুষ বলছেন, এই জানাজা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত।শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।