বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
২ মাঘ ১৪৩২

আপনি পড়ছেন : রাজনীতি

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান


ডেস্ক রিপোর্ট ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:০৫
আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান
ছবি:সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন—‘আই হ্যাভ এ ড্রিম’, তেমনি তিনিও বলেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “প্রথমেই আমি রাব্বুল আলামীনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি, অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।”

প্রথমে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। এরপর ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবের কথা উল্লেখ করেন।

তারেক রহমান নব্বইয়ের গণআন্দোলনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো এ দেশের ছাত্র–জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী–পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ পেশা ও শ্রেণিনির্বিশেষে সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।”

তারেক রহমান বলেন, “সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।”

তিনি বলেন, “আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।”

তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে উল্লেখ করে গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

তিনি পরপর তিনবার বলেন  “আমরা দেশের শান্তি চাই”।

এ সময় তারেক রহমান বলেন, ''আপনারা মার্টিন লুথার কিং-এর নাম শুনেছেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম।আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান- ফর দ্যা পিপল অফ মাই কান্ট্রি,ফর মাই কান্ট্রি।আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে,দেশের উন্নয়নের জন্য,দেশের মানুষের ্ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান,সেই কার্যক্রম,সেই পরিকল্পনাকে বাস্তবায়নের করতে হয় জনগণের সহযোগিতা আমার লাগবে।আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন,ইনশাআল্লাহ আমরা আই হ্যাব এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হবো।''

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান।

তারেক রহমান সংবর্ধনাস্থলে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে চলে আসবেন।