বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
২ মাঘ ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

হাদিকে চিরবিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর


ডেস্ক রিপোর্ট ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৩
হাদিকে চিরবিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর
ছবি:সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় দিতে খোঁড়া হচ্ছে কবর।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধি চত্বরে কবর খোড়ার কাজ শুরু হয়। হাদির শেষশয্যার স্থানটি দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বেদনার্ত মানুষের অনেকের চোখের ছিল অশ্রু।

উপস্থিত জনতা হাদির কবরের দিকে দৃষ্টি রাখছেন। কেউ কেউ চোখের পানি মুছছিলেন, কেউবা বুক বেঁধে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘হাদি ভাই সবসময় সবার পাশে দাঁড়াতেন। আজ তার চলে যাওয়ায় হৃদয় ভেঙে গেছে। আমরা চাই তার স্বপ্ন ও আদর্শ বেঁচে থাকুক।’

ষাটোর্ধ্ব বৃদ্ধ শরীফ হায়দার বলেন, ‘আমি আজ এখানে এসেছি শুধু শোক জানাতে। হাদির দেশপ্রেম আমাদের সাহস আর অনুপ্রেরণা দিয়েছে। দেশের জন্য যারা লড়াই করে, তাদের কখনও ভুলে যাওয়া উচিত নয়।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি বলেন, ‘আমরা দেশপ্রেমিক এক নেতাকে হারিয়েছি। হাদি ভাইয়ের জন্য চোখের পানি ধরে রাখতে পারছি না। তার উপস্থিতি আমাদের শক্তি দিত। আজ তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে।’

এদিকে হাদির দাফন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গেট প্রবেশ সীমিতকরণ করা হয়েছে।