সোমবার, অক্টোবর ২০, ২০২৫
৫ কার্তিক ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা


খায়রুন নাহার ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:০০
সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি:সংগৃহীত

আসন্ন দুর্গা পূজার মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামন্ডপ স্থাপন করা হবে।এবার আগের বছরের তুলনায় আরও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত করার জন্য ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি যার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা যাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় প্রতিকারও দ্রুত নেয়া যাবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নিরাপত্তা প্রদানের জন্য থাকবে সশস্ত্র বাহিনী পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার বাহিনী।বর্ডারের আশেপাশের এলাকার পূজা মন্ডপের মূল দায়িত্ব বিজিবির উপরেই থাকবে তবে পুুলিশও থাকবে।আর সারাদেশের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সব জায়গায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন,যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধুু পূজাতেই না, তাই কোনো অঘটন যেন না ঘটে বা প্রতিহত করার দায়িত্ব আমাদের আপনাদের।

প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণের বিষয়ে তিনি বলেছেন, সন্ধ্যা সাতটার আগেই প্রতিমা বিসর্জন পর্ব যেন শেষ করা হয়।এছাড়াও পূজা মন্ডপের আশেপাশে কোনো মেলা হবে না তবে ছোটখাটো দোকান থাকতে পারে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।