বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে কঠোর পদক্ষেপ


খায়রুন নাহার ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৪:০২
ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে কঠোর পদক্ষেপ
ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

আদেশ অমান্য করলে নির্বাচন বিধিমালা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে।এতে ঢাকা বিশ্ববিদলয় নিরাপত্তা মঞ্চ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ সহ আরও কিছুু অনলাইন পেইজ অনতিবিলম্বে বন্ধ করে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তা বলবৎ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।