ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পুরোপুরি নিরসনে রবিবার আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
ডিসি এ সময় বলেন, আমরা তিন কলেজের মধ্যে চলা সংঘর্ষ একেবারে নিরসন করতে চাই। প্রায় কয়েকদিন পর পর তারা সমস্যা তৈরি করে মারামারিতে লিপ্ত হয়। এতে শিক্ষার্থী সহ সাধারন মানুষ আহত হতে দেখা যায়। আমরা চাই এ সমস্যার দ্রুত সমাধান হোক। এ জন্য আজকে আমি নিজে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। আগামী রোববার আমরা সকল কলেজের প্রতিনিধিদের নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আলোচনায় ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। এতে আমাদের একাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা সবাইকে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠিয়েছি।
অধ্যক্ষ রমনা জোনের ডিসির উদ্দেশে বলেন, আপনি যেহেতু উদ্যোগ নিয়েছেন। আমরা এ সংকট নিরসনে আলোচনায় বসে যেভাবে সমাধান করতে হয় তা করবো। যেন ভবিষ্যতে শিক্ষার্থীরা এমন সংঘর্ষে লিপ্ত না হয়।