পর্যটননগরী কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
রবিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ আমরা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এবং সাগরের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। সবকিছু পর্যালোচনা করে মনে হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই এখান থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ‘কাজের শতকরা অগ্রগতির নির্দিষ্ট তথ্য না থাকলেও, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সময়মতো ফ্লাইট চালু করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।