বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আপনি পড়ছেন : জাতীয়

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই


ডেস্ক রিপোর্ট ১২ আগস্ট ২০২৫, সকাল ১১:৫৮
মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই
ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এই চুক্তিগুলো সই হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনই এই ঐতিহাসিক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সকালে স্থানীয় সময় ৯টায় ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। পরে দু’দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরই চুক্তিসমূহ সই হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল ৯টা ২৫ মিনিটে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

সই হওয়া প্রথম ‘নোট অব এক্সচেঞ্জ’টি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা সংক্রান্ত। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

দ্বিতীয় নোট অব এক্সচেঞ্জটি কূটনীতিক প্রশিক্ষণ খাতের উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর ভিত্তি করে সই হয়। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৃতীয় নোট অব এক্সচেঞ্জটি হালাল ইকোসিস্টেম নিয়ে। এতে দুই দেশের মধ্যে হালাল শিল্পে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে চুক্তি সই হয়। স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।